গৌরনদী
গৌরনদীর আনসার ভিডিপি সদস্যদের কাছে মহা পরিচালকের উপহার পৌচ্ছে দিচ্ছেন উপজেলা কর্মকর্তা মরিয়ম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত সেচ্ছাসেবী আনসার ভিডিপির প্রায় ৬১ লক্ষ সেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মধ্যে ১ লক্ষ ৫০ হাজার সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তার ধারাবাহিকতায় শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলার গৌরনদী উপজেলার কার্যালয়ে এ কার্যক্রম শুরু করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রায়েছে, চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, সাবান ১টি ও ১টি করে মাস্ক। উপজেলা আনসার ভিডিপি অফিসার মরিয়ম আক্তার বলেন, বর্তমান সরকারের নির্দেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে তাদের দায়িত্ব যাথাযথ ভাবে পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ স্যারের নির্দেশে রেঞ্জ কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী এর পরিচালনায় উপজেলা অফিসার গৌরনদীতে পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়নে এই ত্রাণ কার্যক্রম বিতরণ করা হয়েছে। পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার বিতরণ করা হচ্ছে। গৌরনদীতে ৩০০ সদস্যদের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক আহসানুর রহমান প্রমূখ । এভাবে বাংলাদেশের ৬৪ জেলায় ৪৯২ টি উপজেলায় ১ লাখ ৪৭ হাজার ৬’শ পরিবার। প্রতিপরিবারে গড়ে চারজন হিসাব প্রায় ০৬ লক্ষ পরিবারের মধ্য ১ সপ্তাহের খাবার বিতরণ করা হয়। দেশের দূর্যোগে ও করোনা প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় কাজ করে যাবে।