গৌরনদী
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ তামাক মুক্ত সমাজ কর, সুস্থ্য সুন্দর জীবন গড়। শ্লোগানকে ধারন করে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৬ উপলক্ষে দেশবাংলা ডেভলপমেন্ট হিউম্যান অর্গানাইজেশন (এইচডিও) ও ডাব্লিউ,বি,বি ট্রাষ্টের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সবা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশবাংলা ডেভলপমেন্ট হিউম্যান অর্গানাইজেশন (এইচডিও)র নির্বাহী পরিচালক মোঃ লোকমান হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সহসভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, প্রথম আলো বন্ধুসভার সভাপতি বেলাল হোসেন, রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক এনায়েত হোসেন মুন্না, প্রত্যশা সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম, সদস্য শামীম মীর প্রমুখ।