গৌরনদী
বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলামের অর্থায়নে গৃহবন্দী ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পলাশ তালুকদার, নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের ফলে বরিশালের গৌরনদী উপজেলার দিনমজুরসহ বিভিন্ন নিন্ম আয়ের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরেছে। খাদ্য সংকটে এসব নিন্ম আয়ের মানুষ মানবেতর জীবন যাপন করছে।
”আইডল গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, গৌরনদীর কৃতি সন্তান গোবর্ধন গ্রামের মৃত: ডাক্তার নুরুল হক তালুকদারের পুত্র বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম (বাদল) তালুকদারে’র
ব্যক্তিগত উদ্যোগে গৃহবন্দী ও কর্মহীনদের
মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে সোমবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গৌরনদী পৌর সভার গোবর্ধন ও বানিয়াশুড়ী গ্রামের ৩শ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল ও সাবান বিতরণ করেন।
আইডল গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্প পতি নজরুল ইসলাম (বাদল) বলেন, আমার পিতার আদর্শকে ধারন করে আমিও এলাকার অসহায় মানুষের পাশে থেকে সর্বাত্মকভাবে সহযোগিতার করতে চাই। আমি যাতে এ ধারা অব্যহত রাখতে পাড়ি তার জন্য সকলের জন্র দোয়া চাই।