গৌরনদী
করোনা প্রতিরোধে তরুন সমাজের প্রশংসনীয় উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনা প্রতিরোধে গনসচেতনা সৃষ্টিসহ এলাকায় জীবানু নাশক ছিটিয়ে জীবানুমুক্ত করা ও করোনা আক্রান্তদের সার্বিক সহায়তা দিতে এগিয়ে এলেন বরিশালের গৌরনদীর এক ঝাক তরুন সমাজ।
গৌরনদী পৌরসভার ৬/৭ নম্বার ওয়ার্ডের তরুন এস এম মাসুদ রানার নেতৃত্বে ১৫ জন তরুন প্রশংসনীয় উদ্যোগ অংশ নেন। তারা হলেন, তরুন জহিরুল ইসলাম বাপ্পি, মোঃ আমির সরদার, মোঃ আমিরুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন টিপু, মোঃ সোহেল মীর, মোঃ আসলাম শিকদার, মোঃ সিপন শিকদার, মোঃ কাওসার আহমেদ, মোঃ বরন ভুইঞা, মোঃ নেয়ামুর রহমান, মোঃআরমান শিকদার, মোঃ বাদশা ভুইঞা । সার্বিক পরামর্শ ও তত্তাবাধয়নে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফিরোজ শিকদার, নারী নেত্রী রোকেয়া বেগম, মোঃ ফেরদৌস সরদার, মোঃ ইসমাইল হোসেন তানিম, মোঃ আনোয়ার সরদার ও মোঃ আজমল হোসেন। তাদের কার্যক্রম পরিচালনার সাংগঠনিকভাবে “COVIT-19 সতর্কীকরন কমিটি নাম দেয়া হয়।
অন্যতম উদ্যোক্তা এস এম মাসুদ রানার জানান, পৌর সভার শাওড়া ও বিজয়পুর এলাকায় সচেতনতা মূলক প্রচার, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা মূলক লিফলেট ও প্রচারনা, মাস্ক ছাড়া রাস্তায় বের মানুষকে বুজিয়ে মাস্ক পড়ায় অভ্যস্থ করা, মহল্লার প্রতিটি বাড়ি বাড়ি ও গিয়ে জীবাণু নাশক স্প্রে করা, প্রতিটা সড়কের মোড়ে টিম বসিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে জীবাণু মুক্ত করার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া সড়কে চলাচল করা প্রতিটি গাড়ি, রিস্কা, ভ্যান, মোটরবাইক স্পে করে জিবানু মুক্ত করা. এলাকায় প্রতিটা দোকানে ক্রেতাদের দূরত্বের জন্য নিদৃষ্ট বৃত্ত একে দেয়া। জহিরুল ইসলাম বাপ্পি বলেন, যতক্ষন দেশ করেনামুক্ত না হতে ততদিন পর্যন্ত করোনা প্রতিরোধে এ সংগঠনের সামাজিক কার্যক্রম চলবে।