গৌরনদী
গৌরনদীতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সরকারি নির্দেশ অমান্য করে দোকান পাট খোলা রাখার অপরাধে বরিশালের গৌরনদীতে ৫টি ব্যবসায়ী প্রতিষ্টানে পাঁচ হাজার জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ শাহাদাৎ হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার টরকী বন্দরে মা হার্ডওয়ারের মালিক সমীর পাল, রাহা কর্টন হার্ডওয়ারের মালিক জীবিত রাহা, ভাই ভাই হার্ডওয়ারের মালিক গৌরাঙ্গ কর্মকার, দিপক কর্মকার ও গৌরনদী বন্দরে নয়ন ইল্কেট্রিক অ্যান্ড হার্ডওয়ারের মালিক নয়ন মিয়াসহ প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাৎ হোসেন । করোনা ভাইরাস প্রতিরোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে প্রশাসন দোকানপাট বন্ধের নির্দেশ দেন। তা অমান্য করায় এ জরিমানা করা হয়। এ সময় গৌরনদী মডেল থানার উপ-সহকারী পরিদর্শক আসাদুল হক ও নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন।