গৌরনদী
গৌরনদীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরির অভিযোগে স্বেচ্ছসেবকলীগ নেতাসহ দুইজনের ৬ মাসের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরন কর্মসূচী (খাদ্যবান্ধব কর্মসূচী) চাল কালো বাজারে বিক্রির অভিযোগে সোমবার গভীর রাতে খাঞ্জাপুর ইউনিয়নের ডিলার, গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি ও বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক প্রদীপ দত্ত, ব্যবসায়ী পংকজ সাহা ও ভ্যান চালককে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ । এ সময় বাকাই বাজারের ব্যবসায়ী পংকজ সাহার দুটি গুদাম থেকে ৫৫ বস্তা চাল উদ্ধার করেন।
গৌরনদী ইউএনও অফিস সূত্রে জানা গেছে, গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে আটক গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি ও বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক প্রদীপ দত্ত, ব্যবসায়ী পংকজ সাহা ও ভ্যান চালককে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে ডিলার প্রদীপ দত্ত ও ব্যবসায়ী পংকজ সাহা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। নির্দোশ প্রমানিত হওয়ায় বিচারক ভ্যান চালককে অব্যহতি দেন। ডিলার প্রদীপ দত্ত ও চাল ব্যবসায়ী পংকজ সাহাকে ৬ মাসের কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জড়িমানা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, সাজাপ্রাপ্ত দুই জনকে মঙ্গলবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফারুক বেপারী জানান, হতদরিদ্রের চাল কালো বাজারে বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় কেন্দ্রীয় নির্দেশে গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি প্রদীপ দত্তকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।