গৌরনদী
খাদ্যবান্ধব কর্মসূচীর ৫৫বস্তা চাল জব্দ \ গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগ নেতাসহ আটক-৩
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরন কর্মসূচী (খাদ্যবান্ধব কর্মসূচী) চাল কালো বাজারে বিক্রির অভিযোগে সোমবার রাতে গৌরনদী মডেল থানা পুলিশ খাঞ্জাপুর ইউনিয়নের ডিলার, গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি ও বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক প্রদীপ দত্তসহ তিনজনকে আটক করেছে। পুলিশ বাকাই বাজারের ব্যবসায়ী পংকজ সাহার দুটি গুদাম থেকে ৫৫ বস্তা চাল উদ্ধার করেছে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, সোমবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে তিনজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহার দুটি গুদামে অভিযান চালান। এ সময় ব্যবসায়ীর দুটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৪০বস্তা ও ৫০ কেজি ওজনের ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার ও জব্দ করে থানায় নিয়ে আসেন। সরকারি চাল কালো বাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকায় খাঞ্জাপুর ইউনিয়নের ডিলার, গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি ও বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক প্রদীপ দত্ত (৪৫), বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহা (৩২) ও চাল পরিবহন কাজে ব্যবহৃত ভ্যান চালক শংকর পালকে (২৮) আটক করা হয়। সরকারি চাল বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ডিলার প্রদীপ দত্ত। ভ্যান চালক শংকর চাল পরিবহনের কথা স্বীকার করেন।
খাঞ্জাপুর ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচীর তদারককারী কর্মকর্তা ও গৌরনদী উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন বলেন, ডিলার প্রদীপ সোমবার গুদাম থেকে চাল তোলার বিষয়টি আমাকে জানিয়েছে। কিভাবে সে চাল কালোবাজারে গেল বিষয়টি আমার জানা নেই। খাদ্যবান্ধব কর্মসূচী গৌরনদী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ প্রসঙ্গে বলেন, চাল জব্দ করার বিষয়টি রাতেই পুলিশ আমাকে জানিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে । দেশের এই সংকটময় মুহুর্তে গরীবের চাল নিয়ে দূর্নীতি করলে সে যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়ন করা হবে।