গৌরনদী
জরুরী ভিত্তিতে প্রশাসন নজর দিন, নয়তো ক্ষতিটা অনেক বেশী হবে
গত সোমবার গৌরনদী উপজেলার সুন্দরদী (টরকী) এলাকার এক নারীর (৬৫) শরীরে করোন পজেটিভ সনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দেয়া তথ্যমতে ওই নারী ঢাকায় সংক্রমিত হয়েছেন। কিন্তু আক্রান্ত নারীর নিকট আত্মীয়র দেয়া তথ্যমতে, সে গৌরনদীতে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। ওই সূত্র আরো জানান, সংক্রমিত নারী ২ এপ্রিল টরকী পোষ্ট অফিসে গিয়ে ফিরে আসার পর থেকে শরীরে জ্বর দেখা দেয়। সর্দি জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেওয়ার পরে ওই নারীকে নার্সিং করেন তার বড় বোন, যার বাসা টরকীকে এবং বড় বোন এখনো নিজ বাসায় রয়েছেন। ভাসুর মেয়ে কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামের বাসিন্দা (৪৫)। ওই ভাসুর মেয়ে (৪৫) তিন দিন চাচির সেবা যত্ব করে সাহেবরামপুর ফিরে যান এবং বর্তমানে সাহেবরামপুর নিজ বাড়িতে আছেন। এ ছাড়া ঘনিষ্ট সংস্পর্শে ছিলেন আরো দুই জন। তারা হলেন, ভাইর মেয়ে ও কাজের মেয়ে। ভাইর মেয়ে ও কাজের মেয়ে বর্তমানে আক্রান্ত নারীর বাসার পাশে নিজ বাড়িতে রয়েছেন। এ ছাড়া নারীর শরীরে করোনা সংক্রমত দেখা দেয়ার পরে গৌরনদী সদরের স্থানীয় একটি ক্লিনিকে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। ওই ক্লিনিকে পরীক্ষার সময় আরো কেউ সংস্পর্শে ছিল কিনা? কোন টেকনিশিয়ান পরীক্ষা করেন? পারিবারিক তথ্য অনুযায়ি ২ এপ্রিল সংক্রমিত হওয়ার পরে ১১ তারিখ নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন রাতে রাতে এ্যাম্বুলেন্সযোগে গৌরনদী থেকে ঢাকা যান। গৌরনদী থেকে ঢাকা যাওয়া পর্যন্ত সময়ে এ্যাম্বুলেন্সে চালক ছাড়া এ্যাম্বুলেন্সে দুই জন ছিলেন। একজন হলের নারীর স্বামী একজন চালকের হেলপাড়। তারা কে কোথায় কি অবস্থায় আছে ক্ষতিয়ে দেখে হোম কোয়ারেন্টিন ও লকডাউনের আওতায় নেওয়া জরুরী । আক্রান্ত নারীকে ৯ এপ্রিল স্থানীয় এক চিকিৎসক ইনজেকশন পুশ করেন ওই ব্যক্তিটি টরকীর স্থানীয় তাকে খুঁজে বের করা জরুরী। আক্রান্ত নারীকে সোমবার রাতে বারডেম থেকে রিলিজ দেয়া হয়। বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা তার সুস্থ্যতা কামনা করি। পাশাপাশি আক্রান্ত নারীর বাড়ির ভাড়াটে ও প্রতিবেশী ও সংস্পর্শে থাকার ব্যক্তিদের খুজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। পাঠক বা বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা করেনা আক্রান্ত রোগীর প্রতি মানবিক আচরন রেখে এবং করোনা সংক্রান্ত জাতীয় নীতিমালা অনুসরন করে মন্তব্য করবেন। আল্লাহ আমাদের সকলকে করোনার আতঙ্ক ও সংক্রমন থেকে হেফাজাত করুন। আমিন ঃ লেখাটি বরিশালের সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির এর ফেইসবুক আইডি থেকে নেওয়া।