গৌরনদী
গৌরনদীতে নারী করোনা রোগী সনাক্ত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী (টরকী) এলাকার এক নারীর (৬৫) শরীরে করোন পজেটিভ সনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ আগে গত ১১ এপ্রিল নারীর নুমনা সংগ্রহ করে বরিশালের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। গতকাল সোমবার রিপোর্ট পাওয়ার পরে করোনা পজেটিভ সনাক্ত হয়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈয়্যেদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার (টরকী বন্দর) ওই নারী ও তার স্বামী ঢাকায় জামাতা বাড়িতে ছিলেন। গত ৯ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে ঢাকা থেকে নারীর জামাতা পরিচয় দিয়ে একজন জানান, তার শ্বাশুড়ির করোনা উপসর্গ নিয়ে বাড়িতে গেছে। জামাতা পরিচয় দানকারী শ্বশুরীর ঠিকানা দিয়ে বিষয়টি গোপন রেখে পরীক্ষা করার অনুরোধ জানান। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই তথ্য অনুযায়ি গত ১১ এপ্রিল ওই নারীর সুন্দরদী বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে বরিশালের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। গতকাল সোমবার রিপোর্ট হাতে পাওয়ার পরে করোনা পজেটিভ সনাক্ত হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, কীট সংকটের কারনে গৌরনদীতে নমুনা সংগ্রহ কর যাচ্ছে না। নারায়নগঞ্জ থেকে আগত ২১টি নমুনা সংগ্রহ করার প্রয়োজন থাকলেও কীট না থাকায় গতকাল পর্যন্ত ৪ জনের নমুনা সংগ্রহ করা গেছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ প্রসঙ্গে বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি সোমবার বিকেলে আমাকে অবহিত করেছে। ওই বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।