গৌরনদী
মানুষিক ভারসাম্যের পাশে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্ণর সৈয়দ আজমুল হক, আইনগত সহায়তা প্রদানের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনের রাস্তার ধারে এক ষাটার্দ্ধ বৃদ্ধ। রাস্তার মাঝে ওই বৃদ্ধ সেবা যত্ন করছিল সংশোধন চলচ্চিত্রের নির্মাতা ও অভিনেতা রাসেল মিয়া। খোজ নিয়ে জানা গেল ওই বৃদ্ধ রাসেল মিয়ার বাবা। কতিপয় স্বজনরা বৃদ্ধের কাছ থেকে কৌসলে তার সম্পত্তি লিখে নেওয়ার পরে থেকে মানুষিক ভারসাম্য হারিয়েছে। সম্পত্তি হারানোর শোকে পাগল হয়ে পথে পথে ঘুরছে। বিষয়টি জানার পরে বৃদ্ধকে চিকিৎসা সহায়তা দেয়াসহ আইনগত সহায়তা দিতে রাসেল মিয়ার পাশে দাড়ান বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি)ডেপুটি গভর্নর ও ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক, বিশেষ দূত সৈয়দ আজমুল হক। শুক্রবার তিনি (সৈয়দ আজমুল হক) আরেক মানবতার সেবক অসহায় মানুষের বন্ধু শামীম আহম্মেদের (যার কাজ হচ্ছে রাস্তার পাগলদের খুঁজে বের করে চিকিসা দিয়ে সুস্থ্য করা) সহায়তায় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা সেবা ও আইনী সহায়তা প্রদানসহ সার্বিক সহযোগীতার ঘোষনা দেন সৈয়দ আজমুল হক।
অভিনেতা রাসেল জানালেন, ‘উনি (বৃদ্ধ) আমার আব্বা ! প্রায় ১২ বছর আগে হঠাতই উধাও হয়ে গিয়েছিল। ভেবেছিলাম, আব্বা হয়তো আমাদের মাঝে নেই। আমার আব্বা এখন রাস্তার পাগল (মানসিক ভারসাম্যহীন)। ভাগ্যের কি নির্মম খেলা, ১২ বছর আগের আব্বা আজ পাগল হয়ে ফিরে এসেছে। তবুও তো আমার আব্বা। আমি তো ফেলে যেতে পারিনা। রাসেল মিয়া আরো বলেন, আব্বা আমার মাথার ছাতা। আমি আব্বাকে ১২ বছর পর রাস্তায় ফিরে পেয়েছি। তাকে আর আমিহারাতে চাই না। সম্পত্তির লোভে নিজের মানুষগুলো আব্বার সাথে চরম বেইমানি করেছে। আব্বার সম্পত্তি জোরপুর্বক লিখে নেওয়ার পর থেকে সে মানুষিক ভারসাম্য হারিয়েছে। আব্বাকে আগে সুস্থ করি, সময় হলে মুখ খুলব ইনশাআল্লাহ। পরিবারের একাধিক সূত্র বলছে, ১২ বছর আগে হঠাতই গায়েব হয়ে যান সেকেন্দার আলী। অনেক খোঁজখবরের গত ৪ এপ্রিল রাজধানীর শাজাহানপুর থানা পুলিশ নিখোঁজ হওয়া সেকেন্দার আলীকে উদ্ধার করে অভিনেতা রাসেল মিয়ার জিম্মায় দিয়েছে দেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি)ডেপুটি গভর্নর ও ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক, বিশেষ দূত সৈয়দ আজমুল হক শুক্রবার তার টিম নিয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় মানুষিক ভারসাম্যহীন বৃদ্ধার ছেলে অভিনেতা রাসেল মিয়া কান্নায় ভেঙ্গে পরলে তাকে শান্তনা দেন সৈয়দ আজমুল হক। বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি)ডেপুটি গভর্নর ও ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক, বিশেষ দূত সৈয়দ আজমুল হক বলেন, প্রথম কাজ হচ্ছে অসুস্থ্যকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করা। সুস্থ্য হওয়ার পরে বৃদ্ধের সম্পত্তি আত্মসাতকারীকে খুজে বের করা এবং তাদের বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যাওয়া। এ ব্যাপারে রাসেল মিয়াকে সার্বিক সহযোগীতা ও আইনী সহায়তা দিবে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি)।