গৌরনদী
গৌরনদীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
নিলখোলা ক্লাস্টের উদ্যোগে নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেনোয়ারা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ইনস্ট্রাক্টর ইআরসি গৌরনদী বিপ্লব কুমার বড়াল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান, আবুল কালাম, নাদিরা আফরিন, সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশিদা খাতুন, অবরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি টিএম আলতাফ হোসেন, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন নিলখোলা ক্লাস্টের সাধারন সম্পাদক বিএম ইউনুস আলী, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সহ সভাপতি প্রদীপ চন্দ্র দাস, সাধারন সম্পাদক সুদাপ কুমার পাল, শিক্ষক সৈয়দ মাহবুবুর রহমান, সুব্রর্ত কুমার পাল, এইচএম জাকির হোসেন, সৈকত হোসেন প্রমুখ। শেষে সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশিদা খাতুনকে বদলী জনিত কারণে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি টিএম আলতাফ হোসেন, সাধারন সম্পাদক হারুন অর রশিদসহ ২২ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।