গৌরনদী
ঢাকা-বরিশাল-মহাসড়কে অপ্রয়োজনে চলাচল কারীদের বিরুদ্ধে অভিযান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরনের লক্ষে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বরিশালকে লকডাউন ঘোষনা করেছেন। সামাজিক দুরত্ব বজায় রাখা, অপ্রয়োজনে সড়কে ঘোড়াঘুরি বন্ধ ও হাট বাজার দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন সড়কে ও বাজারে অভিযান চালান বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কে ভুরঘাটা বাসষ্টান্ডে অপ্রয়োজনে ঘোড়াঘুড়ি করার ৫ব্যক্তিকে সাড়ে ৬হাজার টাকা ও দোকানপাট খোলা রাখার অভিযোগে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সাড়ে ৪৬ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড মোঃ শাহদাৎ হোসেন।
গৌরনদী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল জানান, বরিশালকে লকডাউন ঘোষনার পর বাইরের সকল জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে জনসমাগম স্থানে অভিযান পরিচালণা করা হয়। শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল –মাদারীপুর সিমান্তবর্তী ভূরঘাটা চেকপোষ্ট বসানো হয়। এ সময় মহাসড়কে অপ্রয়োজনে ঘোড়াঘুরি করায় ৫ ব্যক্তিকে সাড়ে ৬ হাজার টাকা জড়িমানা করা হয় এবং নির্দেশনা অমান্য করে চায়ের দোকান খোলা রাখায় এক দোকানীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একইভাবে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার অভিযোগে উপজেলার টরকী বন্দরের লিলি ষ্টোররের মালিক আঃ রশিদকে ২০ হাজার, সততা ষ্টোরের মালিক বেল্লাল সিকদারকে ১৫ হাজার ও উজ্জল ষ্টোররের মালিক গোপাল সরকারকে ১০ হাজার টাকা সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।অভিযান পরিচালনা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড শাহাদাৎ হোসেন।