গৌরনদী
কর্মহীন দেড় হাজার পরিবারকে গৌরনদী যুবলীগ নেতার খাদ্য সহায়দা প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ঘরে থাকার নির্দেশনার ফলে বরিশালের গৌরনদী উপজেলার দিনমজুর, ভ্যান চালক, রিকসা চালকসহ বিভিন্ন নিন্ম আয়ের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরেছে। খাদ্য সংকটে এসব নিন্ম আয়ের মানুষ মানবেতর জীবন যাপন করছে। গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য, ব্যবসায়ী ও নারায়নগঞ্জের সাংসদ শাীমম ওসমানের একান্ত সচিব (পিএস) হাফিুজর রহমান মান্নার ব্যক্তিগত অর্থায়নে বৃহস্পতিবার উপজেলার সরিকল ইউনিয়নের হতদরদ্রি দেড় হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
যুবলীগ নেতা হাফিজুর রহমান দুই দফায় দেড় হাজার পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি মুশুরীর ডাল, ৩ কেজি আলু, ১টি সাবান ও ১টি মাস্ক প্রদান করেন। এ ছাড়া গৌরনদী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও চিকিৎসকদের সেবাকালীন সময়ে সুরক্ষার জন্য এক লাখ টাকা ব্যায়ে ৭০পিস পিপিই ইউএনও ইসরাত জাহানের হাতে তুলে দেন। এসব খাদ্য সামগ্রী বিতরনের সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।