গৌরনদী
আগৈলঝাড়া উপজেলা যুবদল সভাপতিকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আলী হোসেনকে গত সোমবার কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ লোকজন। গুরুতরভাবে আহত যুবদল নেতাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আলী হোসেনের (৪৮) সঙ্গে আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের জব্বার ভূইয়ার ছেলে সিদ্দিকুর রহমান ভুইয়ার (৪২) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সিদ্দিক ভুইয়া যুবদল নেতা আলী হোসেনকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। হুমকির পেক্ষিতে গত শুক্রবার আলী হোসেন আগৈলঝাড়া থানায় লিখিতভাবে অভিযোগ করেন। এতে সিদ্দিক ভূইয়া ক্ষিপ্ত হন। যুবদল নেতা আলী হোসেন অভিযোগ করে বলেন, সন্ধ্যায় বাজার সদায় কেনাকাটার জন্য আমি কাজিরহাট বাজারে যাই। এ সময় সিদ্দিকুর রহমান ভুইয়ার নেতৃত্বে তার সহযোগী সিরাজ ভুইয়া, জাকির ভুইয়াসহ ৬/৭ জন সন্ত্রাসী লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় গতকাল মঙ্গলবার আলী হোসেন বাদি হয়ে৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।