গৌরনদী
হতদরিদ্রের বাড়িতে জেলা পুলিশ প্রশাসনের খাদ্য সহায়তা পৌছে দেন আগৈলঝাড়া থানার ওসি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আগৈলঝাড়া উপজেলার বাকাল, ইউনিয়নের জবসেন, দাসেরহাট, পূর্ব সুজনকাঠী গ্রামের হত দরিদ্র ভ্যান চালক, রিক্সা চালক, চায়ের দোকানদারের বাড়ি বাড়ি গিয়ে বরিশাল জেলা পুলিশ প্রশাসনের খাদ্য সহায়তা পৌছে দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন। রোববার গ্রামের আলোমগীর বেপারী, রতন খলিফা, রানা, ইসলাম, সিদ্দিক সরদারসহ অনেকের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল,ডাল,পিয়াজ,আলুসহ খাদ্য সামগ্রী পৌছে দেন। গ্রামের মিলন হালদারের স্ত্রী গৌরী রানী হালদার বলেন, কাজ নেই তাই ঘরে খাবার নেই। ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্টে ছিলাম। ঘরে খাবার ছিল না।অপনাদের দেয়া চাউল ডাইল দিয়ে রান্না করে সন্তানদের সামনে খাবার দিবো। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।