গৌরনদী
৯৯৯ কল দিয়ে অভিযোগ করায় মামলা নিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের কদম বাড়ি গ্রামে এক বিধুবা নারীকে নির্যাতন করে দুই কিশোর। পরে ওই নারী ৯৯৯ কল করলে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত নারীকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের কদম বাড়ি গ্রামের এক বিধূবা নারী (৩৫)এর সঙ্গে একই গ্রামের শাহজাহান বক্তিয়ারের ছেলে পাঁচ সন্তানের জনক ছমির বক্তিয়ারের (৪৫) পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি ছমির বক্তিয়ারের পরিবারের মধ্যে জানাজানি হলে ছমিরের ছেলে আল আমীন বক্তিয়ার (২৪) ও ভাগ্নে জাহিদ বক্তিয়ার (২২) বিধূবা নারীকে সাশিয়ে দেন।বিধূবা নারী অভিযোগ করে বলেন, ছমির বক্তিয়ার আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলে আমি অন্তঃসত্তা হয়ে পরি। এ সময় আমাকে ঔষাধ খাইয়ে গর্ভপাত ঘটায়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস মিমাংসা হয়।
ওই ঘটনার জের ধরে শুক্রবার ছমির বক্তিয়ারের ছেলে আল আমীন বক্তিয়ার (২৪) ও ভাগ্নে জাহিদ বক্তিয়ার (২২) আমার বাড়ি এসে আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করে ঘরের মধ্যে আটকে রাখেন। পরে আমি ৯৯৯ কল দিয়ে পুলিশের সাহায্য চাই। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ পাঠিয়ে নারীকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে নারীকে আইনগত সহায়তা দেয়া হয়েছে।