গৌরনদী
গৌরনদীতে ছাত্রলীগ দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের, গ্রেপ্তার-৪
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে ছাত্রলীগ দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি বসত বাড়ি, একটি অফিস, ২৫টি মটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে ৭ পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ১৭ জন আহত হয়। এ ঘটনায় রোববার গৌরনদী মডেল থানায় দেড় শতাধিক ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহার নামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে।
এজাহার ও দলীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মোল্লার সঙ্গে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম ওরফে সান্টু ভুইয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলামের চাচাতো ভাই ও গৌরনদী পৌর আওয়ামীলীগের নির্বাহী সদস্য রাশেদুজ্জামান (৪৫) উপজেলা সদরের উত্তর বিজয়পুরস্থ একটি ডোবায় বালু ভরাট করতে যান। এ নিয়ে আওয়ামীলীগ নেতা রাশেদুজ্জামানের সঙ্গে সুমন মোল্লার চরম বিরোধ তৈরী হয়। বিরোধের জের ধরে শনিবার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২টি বাড়ি, একটি অফিস ও ২৫টি মটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় ৭জন পুলিশসহ উভয় পক্ষের ১৭ জন আহত হয়। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতরভাবে আহত পুলিশ সদস্য মোহাম্মদ মাহাবুবকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ভিপি সুমন মোল্লার বাড়িতে হামলার ঘটনায় তার মা মিনারা বেগম (৫০) বাদি হয়ে গৌরনদী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম, সাধারন সম্পাদক লুৎফর রহমার মোল্লাসহ ১১ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া পৌর আওয়ামীলীগ নেতা ঝিলাম বাদি হয়ে ভিপি সুমন মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফাসহ ২৫ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এদিকে মটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ উপজেলা সভাপতি জোবায়েরুল ইসলামের সমর্থক সাদ্দাম হোসেন বাদি হয়ে ৫০/৬০ জনকে আসামি করে মামলা করেন।
গৗরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতারা বাদি হয়ে পাল্টাপালি।ট তিনটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি ছাত্রলীগ কর্মী শাওন হাওলাদার, মঈন হাওলাদার,রায়হান ও মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে।