বরিশাল
উজিরপুরে সড়ক দূর্ঘটনায় দুই ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু ফিলিং ষ্টেশনের সামনে বৃহস্পতিবার বিকেলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব হোসেন (১৭) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার দুই বন্ধু গুরুতরভাবে আহত হন।আহ আরাফত হোসেন আরমান চিকিৎসাধান অবস্থায় সন্ধ্যার পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কেলজ হাসপাতালে সে মারা যান।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, দেশের করোনা আতঙ্ক শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোসনা করলে সজীব হোসেন গত ১৭ মার্চ নিজ বাড়ি উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের বাড়িতে আসেন। সে ওই গ্রামের মৃত ব্যবসায়ী মিন্টু মিয়ার ছেলে। পারিবারিক স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার সজীব তার বন্ধু হাসিব (১৬) ও আরাফত হোসেন ওরফে আরমান (১৭)কে নিয়ে মটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু ফিলিং ষ্টেশনের সামনে পৌছলে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় তারা তিনজন সড়কে ছিটকে লুটিয়ে পরলে ঘটনাস্থলে সজীব মারা যায়। দুই বন্ধু গুরুতরভাবে আহত হন। তাদের উজিরপুর উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বিকেল ৬টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়। আরমানের বাবা ব্যবসায়ী জামান হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কেলজ হাসপাতালে সে মারা যান।