সারাদেশ
মদিনা মেডিকেল হল নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ
অতি সম্প্রতিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মেহেদী হাসান নামে একটি বেওয়ারিস আইডি থেকে “মদিনা মেডিকেল হলের আশরাফুলের মেয়ে বাজি” শিরোনামে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাইবোর্ডের ছবি দিয়ে একটি পোষ্ট দেয়া হয়। এতে মদিনা মেডিকেল হলের বিরুদ্ধে অযাচিতভাবে মিথ্যাচার চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের উক্ত পোষ্টটি সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট । আমার ও আমার প্রতিষ্ঠানের প্রতি এলাকার সাধারন মানুষের অগাধ আস্থা, বিশ্বাস, সুনাম রয়েছে তাতে ঈর্ষান্বিত হয়ে অনৈতিক সুবিধা বঞ্চিত বিশেষ একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে।
মেহেদী হাসান আইডির পোষ্টে বলা হয়, আশরাফুলের ঘনিষ্ট সহযোগী মেয়ে নিয়ে অশ্লীল কাজ করার সময় বিবস্ত্র অবস্থায় এলাকাবাসি ধরে পুলিশে দেয়। এই খবর সঠিক নয়। জনৈক ব্যক্তি গত ৬/৭ মাস ধরে আমার কাছে মোটা অংকের অনৈতিক সুবিধা দাবি করে আসছিল। আমি তার দাবি পুরন না করায় সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এমন কি কয়েক দিন আগে আমাকে বলে, যদি আমি তার দাবি পুরন করি তাহলে আগত রোগীদের অনৈতিক কাজের অভিযোগ দিয়ে ধরিয়ে দেয়া হবে। হুমকি দেয়ার ৩/৪দিন পরে গত রোববার হুমকিদাতা ব্যক্তি ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে আগত এক নারী রোগীর সঙ্গে অশালীন আচরন করে শুধু শুধু বিতর্ক সৃষ্টি করে। পরে ওই ঘটনাকে ইস্যু করে ফেইসবুকে মিথ্যাচার চালিয়েছে। আমি উক্ত মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ফেইসবুকে আরো বলা হয়, চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে অশ্লীল কাজ করা হয়। এই তথ্য মিথ্যা বৈকি কোন সত্যতা নেই। আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানটি একটি সেবা দান প্রতিষ্ঠান। সেখানে নারী, পুরুষ, শিশুসহ সব ধরনের মানুষকে সেবা দেয়া হয়। ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগত সাধারন মানুষকে বিভ্রান্ত করতে অসৎ উদ্দেশ্যে অনৈতিক সুবিধাবঞ্চিত ব্যক্তি ফেইসবুকে মিথ্যা অপপ্রচারে নেমেছে।
ওই ব্যক্তি আমার ও আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চক্রান্ত ষরযন্ত্রে লিপ্ত রয়েছে। আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে আমার বিরুদ্ধে ষরযন্ত্রমূলকভাবে মিথ্যাচার চালানো হয়েছে। অনৈতিক সুবিধা দাবি করে তা দেয়ায় সুবিধা বঞ্চিত ওই ব্যক্তি ষরযন্ত্রের পথ বেছে নেন। প্রকাশিত তথ্য ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। আমি প্রকাশিত মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।