গৌরনদী
গৌরনদীতে সালিশ বৈঠকে স্বাক্ষীর ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সালিশ বৈঠকে স্বাক্ষী দেয়ার জন্য উপস্থিত হওয়ার সাথে সাথেই যুবলীগ নেতার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে আ’লীগ নেতা ও তার সহযোগীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে।
হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ নেতা রেমন তালুকদার কালু জানান, শাহজিরা গ্রামের খ্রীষ্ট সম্প্রদায়ের বাসিন্দা মিখায়েল ও অশ্রু হালদারের সাথে দীর্ঘদিন থেকে একই সম্প্রদায়ের জনৈক দুলাল বাড়ৈর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অতিসম্প্রতি দুলালকে মেরে ফেলার জন্য প্রতিপক্ষের লোকজনে কিলার ভাড়া করতে যায়। বিষয়টি জানতে পেয়ে যুবলীগ নেতা কালু বিষয়টি দুলালকে অবহিত করেন। এনিয়ে তুমুল বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শুক্রবার সকাল দশটার দিকে শাহজিরা গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের প্রধান স্বাক্ষী যুবলীগ নেতা রেমন তালুকদার কালু ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথেই চেয়ারম্যানের উপস্থিতিতে তার ওপর হামলা চালায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল¬া ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা কালুকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।