বরিশাল
আগৈলঝাড়ায় অপহরনের মামলায় অপহরনকারীর বাবা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের এসএসসি পরীক্ষার্থীকে অপহরনের ঘটনায় দায়ের করা মামলায় সোমবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ অপহরনকারীর বাবাকে গ্রেপ্তার করছে । গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মিঠু তালুকদারের কন্যা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী নুশরাত জাহান পায়েল গত রোববার দুপুর সোয়া ১টায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোল্লা বাড়ির সামেন পৌছলে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের ছালাম সরদারের বখাটে পুত্র তুহিন সরদার (২০) জ্জ জন সহযোগী সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার অপহৃতার মা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি অপহরনকারী তুহিনের বাবা ছালাম সরদারকে (৫৫) সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে গতকাল মঙ্গলবার আদালতের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।