বরিশাল
গায়েবী মামলায় যুবদল নেতার জামিন লাভ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ প্রায় এক মাস কারাভোগের পর সোমবার দুপুরে জামিনে মুক্ত হয়েছেন জেলার আগৈলঝাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম টিটন মোল্লা।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দায়ের হওয়া গায়েবী মামলা ও ২০১৫ সালে আগৈলঝাড়া থানায় দায়ের হওয়া রাজনৈতিক মামলায় গত ২৭ জানুয়ারি বরিশাল আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেছিলেন ওই যুবদল নেতা। আদালতের বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। প্রায় এক মাস বরিশাল কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম টিটন মোল্লা। সোমবার সকালে আসামি পক্ষের আইনজীবীদের মাধ্যমে আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে ওইদিন দুপুরেই কারাগার থেকে মুক্ত হন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম টিটন মোল্লা।