গৌরনদী
আগৈলঝাড়ায় নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ ঢাকার এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা গত শনিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মা মেডিকেল হলে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য ও দোকান কর্মচারী আবু নাঈম মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে। পরবর্তিতে নাঈমের বাড়ির বসত ঘর থেকে জিহাদি বই ও মোবাইলে কিছু ছবি জব্দ করা হয়। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। রোববার গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা ।
আগৈলঝাড়া থানা ভারপ্র্প্তা কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের চা বিক্রেতা মোঃ নজরুল মোল্ল¬ার ছেলে নাঈম মোল্লা আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ¯œাতক শ্রেনীতে পড়াশোনা করে । পড়াশোনা আবস্থায় সে উপজেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মা মেডিকেল হলে চাকুরী করে আসছিল। নাঈম মোল্লা “আমি মুসলিম” নামে একটি ফেসবুক আইডি চালান। ওই আইডি থেকে বিভিন্ন জঙ্গী ওয়েব সাইডে যোগাযোগ রক্ষা করাসহ জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পরার বিষয়টি গোয়েন্দা নজর দাড়িতে আসে। পরবর্তিতে তার মোবাইল ট্রাংকির মাধ্যমে নাঈমের নব্য জেএমবি জঙ্গি সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত হন ঢাকার এন্টি টেররিজম ইউনিট।
গত শনিবার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম,এম রফিউল রজির নেতৃত্বে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মা মেডিকেল হলে অভিযান চালিয়ে নাঈম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। নাঈমের দেয়া স্বীকারউক্তি অনুযায়ি তার গ্রামরে বাড়ি থেকে জিহাদি বই ও মোবাইলে কিছু ছবি জব্দ করা হয়। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদি হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক মোঃ খায়রুল ইসলাম জানান, নাঈম জঙ্গি সংগঠন জেএমবির নব্য সদস্য হিসেবে যোগাদান করে। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার যথেষ্ট প্রমান রয়েছে। রোববার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।