গৌরনদী
গৌরনদীতে আন্তঃধর্মীয় স্মপ্রীতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আন্তঃধর্মীয় সম্প্রীতি দিবস ২০১৬ উপলক্ষে খ্রষ্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় কমিশনের যৌথ উদ্যোগে গতকাল গৌরনদী ক্যাথলিক চার্চে “দয়ার সম্প্রীতি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চার্চের পাল পুরোহিত ফাদার লরেন্স লেকাভালীয়ের গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাল পুরোহিত রবি ডি কষ্টা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ফাদার লিপন প্যাট্রিক রোজারিও, সিসিডিবির সাবেক প্রকল্প ব্যবস্থাপক সুদিপ্ত অধিকারী, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মনিরুজ্জামান চুন্নু, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি সাংবাদিক বেলাল হোসেন, সনাতন ধর্মের পুরোহিত শ্রী কৃঞ্চ চক্রবর্তি, সিষ্টার কাকন রোজারিও, সিষ্টার পুস্প এল,এস,সি, সিষ্টার শেলী এল,এইচ,সি। বক্তব্য রাখেন সুনীল বাড়ৈ, তপন সরকার, স্বপন ঘটক, রাকিব হোসেন প্রমূখ।