গৌরনদী
গৌরনদীতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ শনিবার রাতে উপজেলার মাহিলাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ খায়রুল ইসলাম বাদী হয়ে দুই মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামি আল ফায়েজকে (২০) রোববার অদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদেরভিত্তিতে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ খায়রুল ইসলাম একদল পুলিশ নিয়ে শনিবার রাত সোয়া ৭টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের পাশে আজিজ খানের নির্মানাধীন ভবনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৩৯) পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ধাওয়া করে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মাহিলাড়া গ্রামের আজিম খানের ছেলে আল ফায়েজকে অটক করে তার দেহ তল্লাসী করে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ খায়রুল ইসলাম বাদী হয়ে মাদক ব্যবসায়ী জাকির হোসেন ও আল ফায়েজকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামি আল ফায়েজকে (২০) রোববার অদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।