গৌরনদী
আগৈলঝাড়ায় বিধবাকে ধর্ষনের ঘটনায় মামলা, ধর্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে এক বিধুবাকে (৪২) ধর্ষন করার ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ধর্ষক এনামুল মিয়াকে (৩৫) রোববার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। একই দিন নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে বিধুবা (৫২) নিজ বাড়িতে একাকি বসবাস করে আসছেন। গত ২/৩ মাস যাবত একই গ্রামের সেলিম মিয়ার ছেলে বখাটে এনামুল মিয়া (৩৫) তাকে উত্যক্ত করে আসছিল। ধর্ষিতা জানান, গত ৫/৭ দিন আগে বাজার থেকে বাড়িতে আসার পথে এনামুল তার পথরোধ করে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে এনামুল তাকে দেখে নেওয়ার হুমকি দেন। গত ১০ জানুয়ারি রাতে দরজা ভেঙ্গে এনামুল ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষন করে। এ নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে চলে যান।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষন মামলার একমাত্র এজাহারভূক্ত আসামি এনামুলকে গতকাল গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পাঠিয়েছে।