গৌরনদী
আগৈলঝাড়ায় পট্রোলের আগুনে মা ছেলেসহ তিনজন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামে শনিবার পেট্রোলের আগুনে মা ও ছেলেসহ তিনজন দগ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ইমামুল মিয়া (১৩) দিনমজুরে কাজ করে পড়াশোনা করে আসছিল। শনিবার মজুর খেটে বাড়িতে ফিরে গোসলের জন্য পানি গরম করতে মাটির চুলায় আগুন জ্বালাতে যায়। এ সময় চুলা শ্যাত শ্যাতে থাকায় আগুন ধরছিল না। ইনামুল আগুন জ্বালানোর জন্য ঘরে থাকা পেট্রোলের বোতল এনে চুলায় ঢালতেই কিছু বুঝে উঠার আগে তার গায়ের কাপরে আগুন ধরে যায়। এ সময় মা আন্না বেগম (৪৫) প্রতিবেশী মিরু বেগম (৪০) আগুন নেভাতে গেলে তাদের পরনের কাপরে আগুন ধরে যায়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে শনিবার রাতে তাদের তিন জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ দেওয়ান আব্দুস সালাম জানান, মা ছেলে শরীরে অধিকাংশ পুরে গেছে। প্রতিবেশী মিরু বেগম শঙ্কামুক্ত হলেও মা ছেলে শঙ্কমুক্ত নয়।