গৌরনদী
আগৈলঝাড়ায় খালে বাঁশ ভিজিয়ে পানি প্রবাহ বন্ধ করায় দুই ব্যবসায়ীকে জড়িমানা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা-আগৈলঝাড়া খালের ফুলশ্রী এলাকায় খালের মধ্যে বাঁশ ভিজিয়ে পানি প্রবাহ বন্ধ করায় মঙ্গলবার দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জড়িমানা ও এক সপ্তাহের মধ্যে বাঁস সরিয়ে নিয়ে খালের পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশ দেয়া হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা-আগৈলঝাড়া খালের ফুলশ্রী এলাকায় খালের মধ্যে বাঁশ ভিজিয়ে পানি প্রবাহ বন্ধ করে চেরা.চটির ব্যাবসা করে অসছেন ফুলশ্রী গ্রামের ছরিম উদ্দিন পাইকের ছেলে লাল মিয়া পাইক (৪৫) ও যবসন গ্রামের অনসার উদ্দিন গাইনের ছেলে বাহার গাইন (৩৮)। তারা খালের মধ্যে শত শত বাঁশ ভিজিয়ে রাখে এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে কৃষকদের চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হয়। এলাকাবাসি একাধিকবার দুই ব্যবসায়ীকে বাঁস সরিয়ে নেওযার জন্য অনুরোধ করলে তারা তা উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যান। সম্প্রতি সময়ে এলাকাবাসি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় প্রশানকে অবহিত করেন।
গতকাল মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ফাতিমা আজরীন একদল পুলিশ নিয়ে অভিযান চালালে দুই ব্যবসায়ী পালিয়ে যান। এ সময় দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জড়িমানা ও সাত দিনের মধ্যে বাঁশ সরিয়ে নিয়ে খালের পানির প্রবাহ স্বাভাবিক করতে নির্দেশ দেন। অভিযান চালানোর কথা স্বীকার করে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ফাতিমা আজরীন বলেন, সরকারি খালে প্রতিবন্ধকরা সৃষ্টি করা সম্পূর্ন বেআইনি। এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।