গৌরনদী
উজিরপুরে সপ্তম শ্রেনির ছাত্রী ধর্ষনের ঘটনায় মামলা, ধর্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিন কালিহাতা গ্রামে সপ্তম শ্রেনীর ছাত্রী (১৪) ধর্ষনের ঘটনায় বুধবার রাতে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতার বাবা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভূক্ত অসামি হারুন তালুকদারকে (৬০) গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে। একই দিন ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
পুলিশ জানান, উজিরপুর উপজেলার পূর্ব সানুহার গ্রামের এক আরবী শিক্ষকের কন্যা কালিহাতা কেবিজি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী (১৪) গত রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর আড়াইটার দিকে দক্ষিন কালিহাতা মিয়া বাড়ির জঙ্গলের কাছে পৌছলে জমিতে কাজ করা দিন মুজর ও একই গ্রামের মৃত জয়নাল তালুকদারের ছেলে হারুন তালুকদার (৬০) স্কুল ছাত্রীর গলায় কাচি ঠেকিয়ে জিম্ম করে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। নির্যাতিতার এক আত্মীয় জানান, স্কুল ছাত্রী বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনাটি বলার পরে আত্ম সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখা হয়। পরবর্তিতে স্বজনদের মধ্যে জানাজানি হলে মামলা করার সিদ্বান্ত নেন।
উজিরপুর মডেল থানার পরিদর্মক (ওসি তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় নির্যাতিতার বাবা বাদি হয়ে বুধবার রাতে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই মামলার এজাহারভূক্ত আসামি হারুন তালুকদারকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বরিশাল আদালতে সোপর্দ করা হয়। একই দিন ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে।