গৌরনদী
গৌরনদীর প্রতিবন্ধী কিশোরী ধর্ষনে যাবজ্জীবন কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে আনিস সরদার (৩৬) নামের এজাহারভূক্ত আসামিকে বুধবার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ। পাশাপাশি তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণা সময় আসামি আনিস সরদার আদালতে উপস্থিত ছিলেন।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার অজিবর রহমান জানান, গৌরনদীর মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে আনিস সরদার (৩৬) নামের এজাহারভূক্ত আসামিকে বুধবার যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও এক লাখ টাকা জড়িমানা করেছে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ।
এজাহার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১০ মে বিকেল সাড়ে ৪টায় গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের মানষিক প্রতিবন্ধী কিশোরী (১৬) নিজ বাড়ির উঠনে খেলার সময় প্রতিবেশী একই গ্রামের কাসেম সরদারের ছেলে আনিস সরদার কিশোরীকে ডেকে পার্শ্ববর্তী খড়-কুটার মধ্যে নিয়ে ধর্ষণ করে। ধর্ষনের ঘটনায় ১৩ মে নির্যাতিতা প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে আনিস সরদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম ওই বছর আনিস সরদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালত রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক ওই দন্ডাদেশ দিয়ে রায় প্রদান করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ বলেন, এ রায় যুযোপযোগী হয়েছে।