গৌরনদী
সহজ শর্তে ঋন বিতরনে গৌরনদীতে কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদী কৃষি ব্যাংকের উদ্যোগে বার্থী মোহাম্মদ আলী সুপার মার্কেটে চত্বরে প্রকাশ্যে কৃষি ঋৃন বিতরন, ঋৃন আদায় ও গ্রাহক সমাবেশ ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঋৃন হয়রানী বন্ধে, ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের ঋৃন পরিশোধে সময়সীমা বৃদ্ধি ও অনাদায়ী ঋৃন আদায়ে আইনী ব্যবস্থা গ্রহনের বিষয়ে গুরুত্বপূূর্ন সিদ্বান্ত নেওয়া হয়। আলোচনা শেষে কৃষকদের মাঝে পকাশ্যে ঋৃন বিতরন করা হয়।
গৌরনদী কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মক রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবু মাহমুদ। প্রধান অতিথি বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী তার বক্তব্যে ঋৃন গৃহিতাদের আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে ঋন পরিশোধের জন্য আহবান জনান। নতুবা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের হুশিয়ারি দেন। সাধারন গ্রাহক ও ঘূর্নিঝড় বুলবুলে কারনে ক্ষতিগ্রস্থ কৃষকরা ঋৃন পরিশোধের সময়সীমা বৃদ্ধির অবেদন করলে বিধি অনুযায়ি ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান অতিথি স্থানীয় শাখা ব্যবস্থাপককে ব্যবস্থা গ্রহনের পরাপর্শ দেন । দালাল মুক্ত, হয়রনীবিহীন ঋৃন গ্রহনের জন্য গ্রাহকদেরকে সরাসরি শাখা ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের আহবান জানান। সমাপনী অনুষ্ঠানে গৌরনদী শাখা ব্যবস্থাপক রাকিবুল ইসলাম কৃষি ব্যাংকের বিভিন্ন প্রবর্তিত স্কীম, আমানাত সঞ্চয়. বৈদেশিক রেমিডেন্সে ও সরকারের দেয়া অতিরিক্ত প্রনোদনা গ্রহনে গ্রাহকদেরকে কৃষি ব্যাংকের গ্রাহক হওয়ার আহবান জানান।