গৌরনদী
নারী নির্যাতন প্রতিরোধে গৌরনদীতে র্যালি মানববন্ধন ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
“নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” শ্লোগানকে ধারন করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গালস্ এ্যাডভোকেসি এ্যালায়েন্স, আভাস এবং এইড’র যৌথ উদ্যোগে বরিশালের গৌরনদীতে সোমবার সকালে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী সদরে গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গেরাকুল- আশোকাঠী সড়কের গেরাকুল এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অঅরেঅচনা সভায় বক্তব্য রাখেন এইডর নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি খোকন আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ আজাহার আলী, সিনিয়র শিক্ষক হিরন নেছা, ইদ্রিস হোসেন তালুকদার, সুভাষ চন্দ্র মন্ডল, জান্নাতুন্নেছা, শিক্ষার্থী আয়শা আক্তার, পারভেজ মাতুব্বর প্রমুখ।