গৌরনদী
গৌরনদীতে বিধুবা তরুনী ধর্ষনের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামে সোমবার রাতে বিধুবা এক তরুনীকে (২৫) বসত ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করেছে স্থানীয় এক যুবক (৩০)। এ ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে শনিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
বাদি এজাহারে বলেন, ৭ বছর পূর্বে পিরোজপুর জেলার কাউখালি উপজেলার কাঠালিয়া গ্রামে তার বিয়ে হয়। বিয়ের তিন বছর পর স্বামী শাহিন খান ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পরে বাবার বাড়ি গৌরনদীর আশোকাঠীস্থ গ্রামে এসে বাবার সঙ্গে বসবাস করেন। গত এক বছর ধরে আশোকাঠী গ্রামের কামাল খানের ছেলে মোঃ রাজন খান (৩০) বিভিন্ন সময় উত্যক্ত করে কু-প্রস্তাব দেন। এতে সে রাজি না হওয়ায় রাজন তাকে ধর্ষনের হুমকি দেন। গত সোমবার রাতে তাকে বাড়িতে রেখে বাবা ও মা স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠানে যান। এ সময় রাত সাড়ে ১০ টার দিকে রাজন খান ঘরে ঢুকে ধারাল অস্ত্র উচিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে জিম্মি করে জোরপূর্বক ধর্ষন করেছে। বিষয়টি নিয়ে মুখ খুললে বা মামলা করলে ভয়াবহ পরিনতির হুমকি দিয়ে চলে যান। আত্মসম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখা হলেও পরবর্তিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরামর্শে মামলা করার সিদ্বান্ত নেই।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, ধর্ষনের ঘটনায় ভিকটিম বাদি হয়ে রাজন খানকে আসামি করে শনিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল শনিবার বরিশাল শের ই বাংলঅ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।