গৌরনদী
অগ্নিকান্ডে অগৈলঝাড়া ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ন ও তিনটি আংশিকভাবে ভস্মীভূত হয়েছে। আগুন নেভাকে গিয়ে ৫ জন আহত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার গভির রাতে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারের পেট্রোল, ডিজেল ব্যবসায়ী আলমগীর দাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন বাজারে ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে রাত ১২টার দিকে গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার স্টেশনের ৪টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে বাজারের মনোতোষ দাস ও মিঠু বেপারী ফার্নিচারের দোকান, আলমগীর দাড়িয়া ও সুমন মোল্লার হার্ডওয়ারের দোকান, পরিমল হালদারের ডেন্টাল ক্লিনিক, অমল শীলের সেলুন, আনোয়ার হোসেনের ঔষুধের ফার্মেসী, সোবাহান মিয়ার মিষ্টির দোকান সম্পূর্নভাবে ভস্মীভূত হয়। এ ছাড়া তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। আগুন নেভাতে গিয়ে বাজারে ৫ ব্যবসায়ী আহত হয়। বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক হোসেন বলেন, পেট্রোল ডিজেলে দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। গৌরনদী, ও কোটালীপাড়া ফায়পার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা। স্থানীয় সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের প্রতি সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এ ছাড়া জেলা প্রশাসক এস,এম, াজিয়র রহমান ও পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শক করেন।