গৌরনদী
গৌরনদীর দুই ইয়াবা ব্যবসায়ীর ৭ বছর করে কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের গৌরনদীর মাদক ব্যবসায়ী জাকির হোসেন বেপারীকে ৭ বছর কারাদন্ড ও ৭ হাজার টাকা জড়িমানার রায় প্রদান করেছে জননিরাপত্তা বিগ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক কেএম, শহীদ আহম্মেদ। গত সোমবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করা হয়। অপরদিকে নিজ হেফাজতে মাদক রাখার অপরাধে অপর একটি মামলায় বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম সোমবার মাদক ব্যবসায়ী গৌরনদীর কাওছার ফকিরকে ৭ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জড়িমানা ও অনাদায়ের আরো ৬ মাসের কারাদন্ডের রায় প্রদান করেছে।
জননিরাপত্তা বিগ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মোঃ হুমায়ুন কবির জানান, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮এর ডিওডি একেএম আবু হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদীর টরকী বন্দর এলঅকায় অভিযান চালায়। এ সময় এলাকার চিহ্নিত ও পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী উপজেলার টরকীর চর গ্রামের মৃত আব্দুল গফুর বেপারীর ছেলে জাকির বেপারীকে আটক করে তার কাছ থেকে ৩০৭ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন র্যাবের ডিওডি বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাজাহারুল ইসলাম ওই বছর ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক আসামি জাকির হোসেন বেপারীকে ৭ বছর কারাদন্ড ও ৭ হাজার টাকা জড়িমানার রায় প্রদান করেছে ।
বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২৯ মে বরিশাল র্যাব-৮এর ডিওডি মোঃ আমজাদ হোসেন গৌরনদী উপজেলার আশোকাঠী জেলে বাড়ি সেতুর কাছে অভিযান চালায়। এ সময় ২৪০ পিস ইয়াবা বড়িসহ উপজেলার বড় কসবা গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী কাওছার ফকিরকে আটক করে। পরের দিন র্যাবের ডিওডি আমজাদ হোসেন বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানার এসআই মুজাহিদুল ইসলাম ২০১৮ সালের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে আসামি কাওছার ফকিরকে ৭ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জড়িমানা ও অনাদায়ের আরো ৬ মাসের কারাদন্ডের রায় প্রদান করেছে।