গৌরনদী
গৌরনদীর বার্থী তাঁরা মায়ের মন্দিরে প্রতিমার ৮ ভরি স্বর্ণালংকার চুরি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ চার’শ বছরের পুরানো বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে কালী প্রতিমার প্রায় ৮ ভরি স্বণালংকার চুরির সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শনিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত ওরফে বাবু দত্ত জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মন্দিরের সকল পুজারিরা মন্দির থেকে চলে যায়। এরপর পুরোহিত অনিল চক্রবর্তী টয়লেটে গেলে বিকাল ৪টা ৪১মিনিটের দিকে অজ্ঞাত এক যুবক কালী প্রতিমার সাড়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ৮ ভরি স্বর্নালংকার খুলে চুরি করে নিয়ে গেছে। যা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে। তবে অভিযুক্ত চোরকে এখনও শনাক্ত করা যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত বাদি হয়ে শনিবার অজ্ঞাত নামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ভিডিও ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।