গৌরনদী
রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী ॥ বাশাইল সাহিত্যি সংসদের “বাঙালি চেতনায় রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাশাইল সাহিত্য সংসদ ও রামানন্দের আক হাইস্কুলের উদ্যোগে গতকাল দিনব্যাপি বাশাইল রামানন্দের আক ঐতিহাসিক বটতলায় “বাঙালি চেতনায় রবীন্দ্র নাথ ঠাকুর” শীর্ষক আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য ও গানে গানে সাহিত্য আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাশাইল সাহিত্য সংসদের সভাপতি প্রভাষক দীনেশ জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামানন্দের আক হাইস্কুলের প্রধান শিক্ষক শংকর লাল বিশ্বাস, বাহাদুরপুর নীশিকান্ত গাইন কলেজের প্রভাষক আনন্দ লাল মল্লিাক, শশীকর শহীদ স্মৃতি কলেজের প্রভাষক জ্যোর্তিময় বৈরাগী, সমাজ সেবক মহাদেব বসু, ধানডোবা হাইস্কুলের সহকারী শিক্ষক শ্যামল কৃঞ্চ জয়ধর, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সহ-সভাপতি সাঈদ বীন ভূইয়া পান্নু, মহিলা সম্পাদিক কবি ফাতেমা জান্নাত চাদনী, প্রচার সম্পাদক সোহরাব শরীফ, জি,এম, যুব সাহিত্য সমাজের অহবায়ক কবি তানভীর। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন এলাক্ াথেকে আগত কবি, লেখক ও সাহিত্যিকগন আবৃত্তি, প্রবন্ধপাঠ গল্প বলাসহ সংগীত, নৃত্য পরিবেশন করেন।