গৌরনদী
ঘূর্নিঝড় বুলবুলের কারনে গৌরনদী২৪ ডটকম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জনপ্রিয় অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকম এর ৭ম বর্ষপূর্তি উৎসব ২০১৯ উপলক্ষে শনিবার সকালে বর্নাঢ্য র্যালী, কেককাটা, আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের যথা সময়ে আমন্ত্রিত অতিথি ও গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত হওয়ার পরেও দেশের এই দূর্যোগময় পরিবেশের কারনে তা বাতিল করা হয়েছে।
গৌরনদী২৪ ডটকমের সম্পাদক ও গৌরনদী রিপোর্টর্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম জানান, শনিবার জনপ্রিয় অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকম এর ৭ম বর্ষপূর্তি উৎসব ২০১৯ উদযাপনের কথা ছিল। সেই অনুসারে আয়োজনসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়। সকাল ১০টায় গৌরনদী রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আমন্ত্রিত অতিথি ও গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত হন। পরবর্তি দেশের এই দূর্যোগময় পরিস্থিতি ও ঘূর্নিঝর বুলবুলের ১০ নম্বর মহাবিপদ সংকেতের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের বিপদের আশংকায় জন্মদিনের অনুষ্টান বাতিল করার সিদ্বান্ত নেন। এমন কি ইতোমধ্যেই যারা বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠান তাদের জন্য উৎসর্গ করা হয়েছে। গৌরনদী২৪ ডটকমের প্রতিষ্ঠাতা সম্পাদক-প্রকাশক, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, প্রতিদষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন হওয়ার পরে এবং অনুষ্ঠান স্থলে সকল আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মী উপস্থিত হওয়ার পরেও দেশের পরিস্থিতি ও মানুষের বিপদের কথা ভেবে অনুষ্ঠানটি বাতিল করে জনপ্রিয় অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকম কর্তৃপক্ষ একটি সঠিক ও সময়োপযোগী সিদ্বান্ত নিয়েছেন। এ জন্য দৈনিক গৌরনদী২৪ ডটকম পরিবারের কর্মকর্তা, সাংবাদিক, সংবাদকর্মীসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জানাই। দূর্যোগময় পরিস্থিতিতে অনুষ্ঠান বাতিল করায় গৌরনদী২৪ ডটকম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল আলম আকন, আব্দুল ওহাব, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উজিরপুর রিপোটার্স ইউনিটির সাবেক সম্পাদক সাকিল মাহমুদ বাচ্চু, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ অনেকেই।