গৌরনদী
আগৈলঝাড়ায় জেডিসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানীর মামলায় বখাটে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের জেডিসি পরীক্ষার্থীকে টানা হেচরা ও শ্লীলতাহানীর ঘটনায় বুধবার আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরীক্ষার্থীর মা বাদি হয়ে মামলা দায়েরের পর পুলিশ গৈলা এলাকায় অভিযান চালিয়ে বখাটে আরমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এজাহারে বলা হয়, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মেয়ে ও আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী (১৩) বাড়ি থেকে এসে গৈলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে চলতি জেডিসি পরীক্ষায় অংশ নেন। ২ নভেম্বর পরীক্ষা শুরু হলে কেন্দ্রে আসা-যাওয়ার পথে গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের সহিদ হাওলাদারের বখাটে ছেলে আরমান হাওলাদার (২০) উত্যক্ত শুরু করে। গত মঙ্গলবার সকালে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কেন্দ্রের সন্নিকটে পৌছলে বখাটে আরমান তার পথরোধ করে অশালীন কথা বলে। এ সময় ছাত্রী প্রতিবাদ করলে বখাটে আরমান তার সহযোগীদের নিয়ে মাদ্রাসা ছাত্রীর পরিহিত হিজাব টেনে খুলে ফেলে এবং হাত ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। পরীক্ষার্থী ডাক-চিৎকার দিলে বখাটেরা পালিয়ে যায়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অফজাল হোসেন বলেন, মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ওই পরীক্ষার্থীর মা বাদি হয়ে বুধবার সকালে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী)২০০৩ এর ১০ ধারায় জোর পূর্বক শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তৈয়বুর রহমান বুধবার গৈলা বাজার থেকে বখাটে আরমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে বুধবার আদালতের মাধ্যমে বরিশাল বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।