গৌরনদী
সড়ক দুর্ঘটনায় কাতারে আগৈলঝাড়ার আঃ হক মোল্লা নিহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ রোববার কাতারের আল খয়রাতিয়া মহাসড়ক সড়ক দূর্ঘটনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের আঃ হক মোল্লা (৫৮) নিহত হন। দুই বছর পূর্বে পরিবারের স্বচ্ছলতা ফিরিযে আনতে কাতারে যান। তারমৃত্যু সংবাদ বাড়িতে পৌছলে পরিবারের শোকের ছায়া নেমে আসে। নিহতের লাশ জন্মভ’মিতে আসার জন্য সরকারের প্রতি দাবি জানান পরিবারের সদস্যরা।
নিহতের ছেলে মোঃ মঈন মোল্লা (১৭) জানান, তার বাবা আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের আঃ হক মোল্লা(৫৮) পুলিশে চাকুরী করতেন। অবসর গ্রহনের পর ২০১৭ সালে জীবিকার তাগিদে শ্রমিক হিসেবে কাতারের একটি কোম্পানীতে যোগদান করেন। গত ২৭ অক্টোবর দুপুরে কাতারের আল খয়রাতিয়া মহাসড়কের হামাদ এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় ওই দেশের পুলিশ তাকে উদ্ধার করে সরকারী এ্যাম্বুলেন্সে হামাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মঙ্গলবার তার বাবার সহকর্মী (একই প্রতিষ্ঠানে কর্মরত) আব্দুল সাত্তার (৪৫) মুঠোফোনে বাড়িতে বিষয়টি জানালে পরিবারের শোকের ছায়া নেমে আসে। নিহত সাত্তারের বাড়িতে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, তাদের লাশ দেশে আনার সামর্থ নেই। তাই লাশটি শীঘ্রই দেশে আনার জন্য সরকারের তারা প্রতি দাবী । বর্তমানে আঃ হক মোল্লার লাশ হামাদ হাসপাতালের হিম ঘরে রয়েছে।