গৌরনদী
গৌরনদীতে স্টুডেন্ট পুলিশিং সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, জুয়া ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্টুডেন্টস্ কমিউনিটি পুলিশিং সভা সকালে গৌরনদীর টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও গৌরনদী উপজেলা আওয়ামলিীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসিতদন্ত) মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টরকি বন্দর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হুমায়ন হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজেন্দ্র নাথ বিশ্বাস, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান খান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম মিজান, শিক্ষক উত্তম কুমার, শিক্ষার্থী নুসরাত জাহান, আরিফুর রহমান প্রমূখ।