গৌরনদী
গৌরনদীতে অটোরিক্সার চাকায় সাথে ওড়না পেঁচিয়ে প্রবাসী নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী-বাঘমারা সড়কে শুক্রবার রাতে অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে এক কাতার প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত র্ককর্তা (ওসি০ গোলাম সরোয়ার জানান, উপজেলার বাউরগাতি গ্রামের সিদ্দিক বেপারীর কন্য ও কাতার প্রবাসী কেয়া আক্তার (২১) কয়েক দিন হয় ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার সন্ধ্যায় বাউরগাতি নিজ বাড়ি থেকে খালা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অটোরিকসা চরে রওয়ানা হয়ন। রাত পোনে ৮টার দিকে বাগমারা নামক স্থানে পৌছলে অটো রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তার গলায় ফাঁস লেগে মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যান। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ উদ্ধার করে গর্গে পাঠারনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দাযের করেছে।