গৌরনদী
গৌরনদীতে গৃহবধূ ধর্ষিত, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে গৃহবধূ ধর্ষনের ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে শনিবার গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। গতকাল শনিবার নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। আসামি পলাতক রয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের এক যুবক (৩০) এক বছর আগে এক তরুনীকে (২০) বিয়ে করেন। বেসরকারী একটি প্রতিষ্ঠানে চাকুরী করার সুবাদে নিঃসন্তান স্ত্রী একাই বাড়িতে বসবাস করে আসছেন। নির্যাতিতা অভিযোগ করে বলেন, গত ২০ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে তার ভাসুর আবুল হোসেন তালুকদারের ছেলে দীন ইসলাম (২১) এসে দরজার কড়া নাড়ে ডেকে উঠান। আমি পরিচয় নিশ্চিত হওয়ার পরে দরজা খুলে দিলে ভাতিজা দীন ইসলাম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষন করে। আত্ম সম্মানের ভয়ে আমি বিষয়টি গোপন রাখি কিন্তু দীন ইসলাম ওই ঘটনা দিয়ে আমাকে জিম্মি করে ভয় ভীতি দেখিয়ে পুনরায় সম্পর্ক স্থাপন করতে প্রস্তাব দেয় এবং কথামত কাজ না করলে বিষয়টি ফাঁস করে দেওয়ার হুমকি দেন। পরে বিষয়টি স্বামী স্বজন ও পুলিশকে অবহিত করা হয়। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর বলেন, এ ঘটনায় শনিবার ধর্ষিতা বাদি হয়ে দীন ইসলামকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। গতকাল শনিবার ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যহত রয়েছে।