গৌরনদী
আগৈলঝাড়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
বরিশাল র্যাব-৮র বিশেষ দল মঙ্গলবার উপজেলার উত্তর বার পাইকা অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় র্যাবের ডিএডি অলিউর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮র একটি বিশেষ দল গতকাল মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলার উত্তর বার পাইকা নিহার মন্ডলের মুরগীর খামারের বিশ্রাম কক্ষে অভিযান চালায়। এ সময় ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.২৫৫ কেজি গাঁজা উদ্ধারসহ উপজেলার হাওলা গ্রামের মাদক ব্যবসায়ী নরেন্দ্র মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (২৭), কাঠিরা গ্রামের চৈতন্য হালদারের ছেলে নয়ন হালদার (২২), উজিরপুর উপজেলার দক্ষিন সাতলা গ্রামের রবীন্দ্র রায়ের ছেলে রঞ্জন রায় (২২) ও ঢাকার কেরানীগঞ্জ থানার বালুরচর গ্রামের আঃ আজিজ হাওলাদারের ছেলে মানিক হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাবের ডিএডি অলিউর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।