বরিশাল
আগৈলঝাড়ায় শারদীয় উৎসব উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও শিশু মেলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/
শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ঐতিহ্যবাহী দাশের বাড়ি সার্বজনীন পূজা মÐব পরিচালনা কমিটির উদ্যোগে পূজা মÐব চত্বরে চিত্রাংকন প্রতিযোগীতা ও শিশু মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে তিন শত ৮জন শিশু প্রতিযোগী অংশ নেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছোট ছোট শিশুরা হাতে রং বে-রংয়ের রং পেন্সিল নিয়ে যে যার মত করে মনের মাধূরী মিশিয়ে নিজের ইচ্ছেমত ছবি আঁকছে । কেউ আঁকছে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি, কেউ মহান মুক্তিযুদ্ধের চিত্র, কেউ আঁকছে জাতীয় স্মৃতি সৌধ, কেউ আঁকছে জাতীয় ফুল শাপলা, কেউ আঁকছে জাতীয় পতাকা, কেউ আঁকছে আবহমান গ্রাম বাংলার দৃশ্য আবার কেউবা আঁকছে শহরের চিত্র। অধিকাংশ শিশুদের রং তুলির আচরে ফুটে উঠেছে গ্রাম বাংলার অপরুপ দৃশ্য। শিশুদের চিত্রকর্ম উভভোগ করছেন সহ¯্রাধিক অভিভাবক ও দর্শনার্থী।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিছার হোসেন, বিটিভির সাবেক কাটুনিস্ট আ.মান্নান, বিশিষ্ট কাটুনিস্ট রফিকুন্নবি, প্রকৌশলী মঈনুল হোসেন, ঢাকা শিল্পকলা একাডেমীর (চারুকলা বিভাগের) পরিচালক মুনিরুজ্জামান, আমিনুল ইসলাম লিটু, লেখক ও গবেষক ইমরান উজ জামান, শিল্পী কোহিনুর আবেদীন, সামিয়া নাফিজ, ভারত থেকে আগত চট্রগ্রাম রেলওয়ের উপদেষ্টা নন্দ দুলাল দাস।
প্রতিযোগীতার আয়োজক দৈনিক সমকালের উপ-সম্পাদক অজয় দাশ গুপ্ত বলেন, ছোট ছোট শিশুদের মধ্যে বাঙালী ও মুক্তিযুদ্ধর চেতনা সৃষ্টি ও পল্লী বাংলার মোহনীয় রুপের প্রতি আকৃষ্ট করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চিত্রাংকন প্রতিযোগীতা ও শিশু মিলন মেলার আয়োজন করা হয়। ৫ থেকে ১০ বছর ও ১০ থেকে ১৭ বছরের শিশুদের দুটি গ্রæপে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের তিন শত ৮ জন শিশু প্রতিযোগীতায় অংশ নেয়।
“এ” গ্রæপ থেকে ১ম স্থান অধিকার করে অপারাজিতা মন্ডল, ২য় স্থান অধিকার করে শুভময় ঘোষ ও ৩য় স্থান অধিকার করে শাহরিয়ার রহমান অয়ন এবং ১০ বছর থেকে ১৭ বছর পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে গঠিত “বি” গ্রæপ থেকে ১ম স্থান অধিকার করে মনি সরকার ২য় স্থান অধিকার করে জুবিয়ান হোসেন শাওন ও ৩য় স্থান অধিকার করে অর্ঘ ভদ্র। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, বরিশাল শিক্ষক সমিতির সভাপতি আশীষ দাশ গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাশ গুপ্ত অসীম কুমার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. অমিত দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, গৈলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কর্মকারসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এ সময় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারি ছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়।