গৌরনদী
গৌরনদীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ “কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” এ শ্লোগানকে ধারন করে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিয়ষক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে সোমবার সকালে বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ জলিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী পৌর কাউন্সিলর সেলিনা আক্তার, সাবিনা আক্তার । বক্তব্য রাখেন প্রভাষক জিনাত জাহান খান প্রমূখ।
একই দিনে বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গালস্ এ্যাডভোকেসি এ্যালায়েন্স, আভাস এবং এইড’র যৌথ আয়োজনে চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক অঞ্জনা রানী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন এইড’র নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক হরিদাস গোস্বামী, মোঃ হানিফ সরদার, কাজী মেজবাহ উদ্দিন, শিক্ষার্থী স্বপ্নীল ঘরামী, জয়িতা হালদার,কাজী তাবাছুন জেবা রাইসা, নুসরাত জাহান অন্তু, মুরাদ মোল্লা প্রমুখ।