গৌরনদী
গৌরনদীতে ইভটিজিং বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, গৌরনদী, বরিশাল
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যেগে গতকাল বুধবার সকালে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে গনসচেতনতায় উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টরকি বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সদস্য এইচএম রাজু আহম্মেদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, গৌরনদী রিপোটার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক এস,এম, মিজান।