গৌরনদী
নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১৯
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / গৌরনদীর নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি মো. রিয়াদ হোসেন স্বপন (বই প্রতীক প্রাপ্ত ভোট ৬৫১),সহ-সভাপতি পদে মো: কালাম হোসেন খান (গরুর গাড়ি প্রতীক ৫২৯ ভোট), সাধারন সম্পাদক কাজী মনিরুজ্জামান (জাহাজ প্রতীক ৭০০ ভোট), কোষাধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান (টেলিভিশন প্রতীক নিয়ে ৪৫১ ভোট), সদস্য পদে বিলকিস বেগম (মোবাইল প্রতীক নিয়ে ৬৬৮ ভোট), হেনা বেগম (সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে ৫৮৩ ভোট)। গৌরনদীর নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ জাতীয় পদকপ্রাপ্ত সমবায়ী প্রতিষ্ঠান।