গৌরনদী
গৌরনদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ তৃনমূল থেকে খেলোয়ার সৃষ্টির লক্ষে গৌরনদী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টূর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭’র উদ্বোধণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল দশটায় সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধণ করেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, কৃষ্ণ কান্ত দে, ফারুক হোসেন মোল্লা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার প্রমুখ। প্রথম দিনের “খ গ্রæপের” খেলায় মাহিলাড়া একাদশ বনাম চাঁদশী একাদশ অংশগ্রহণ করেন।