গৌরনদী
আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে প্রথম দিনে রোববার গভীর রাতে আগৈলঝাড়া থানা পুলিশ রতœপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকা অভিযান চালিয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান সিকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে। সোমবার তাকে বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠিয়েছে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের মৃত মোঃ মতিউর রহমানের ছেলে মাঃ হাফিজুর রহমান সিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ নেছার উদ্দিন একদল পুলিশ নিয়ে বিশেষ অভিযানের প্রথম দিনে রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে। সোমবার হাফিজুর রহমানকে পাঠিয়েছে।